বার্সেলোনার সঙ্গে তাঁর সম্পর্কটা আত্মার। শত প্রলোভনেও ছেড়ে যাননি প্রিয় এই ক্লাব। ইউরোপিয়ান ফুটবলের পাট ন্যু ক্যাম্পে শেষ করার ঘোষণা দিয়েছেন বহুবার। তবে করের ঝামেলায় এখন তিতিবিরক্ত লিওনেল মেসি। সাজা পর্যন্ত হয়ে গেছে ২১ মাসের, যদিও আইনের ফাঁকে যেতে হয়নি জেলে। এমন সময়েই বোমাটা ফাটাল মাদ্রিদের ক্রীড়া দৈনিক মার্কা। ‘মেসি সেলো পিয়েনসা’ শিরোনামে তাদের গতকালের খবরের মূল সুর আগামী বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে কর মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নতুন চুক্তি করতে রাজি নন মেসি। এমন বোমার বিস্ফোরণটা হলো তাই ইংল্যান্ডে। বার্সা ছাড়লে যে মেসির পরের ঠিকানা ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি! স্বাভাবিকভাবে ইংলিশ দৈনিকগুলো এ নিয়ে মেতেছে নানা বিশ্লেষণে।
Tuesday, November 15, 2016
বার্সেলোনা ছাড়ছেন মেসি!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment