দিল্লি থেকে দোহা যাওয়ার পথে সোমবার করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে তা সত্ত্বেও এশেষপর্যন্ত বাঁচানো যায়নি সেই যাত্রীকে।
দিল্লি-দোহা রুটে জেট এয়ারওয়েজের বিমানে সোমবার গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তার শারীরিক অবস্থার অবনতির কারণে জরুরিভিত্তিতে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণ করানো হলেও মারা যান তিনি। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে, মৃতদেহ নিয়ে বিমানটি মঙ্গলবার সকালে দিল্লি ফিরে এসেছে এবং পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়া হয়েছে।
বিমান সংস্থার পক্ষ থেকে মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে, বিমানের ওই বাকি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে।


No comments:
Post a Comment