Social Icons

Sunday, November 6, 2016

শাহজালাল বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচ্ছন্ন কর্মীর ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত ও চারজন আহত হয়েছে। 
 
রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর তিন নম্বর বহির্গমন লাউঞ্জে  এ ঘটনা ঘটে। নিহত আসনার সদেস্যর নাম সোহাগ আলী (৩২)। গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারী যুবককে আটক করা হয়েছে। তার পরনে ছিল ক্লিনারের পোশাক। পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি। 
 
হামলাকারীসহ আহতদের ভর্তি করা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এ ঘটনার পর বিমানবন্দর এলাকার সবোর্চ্চ নিরাপত্তা নেয়া হয়েছে। এ ঘটনার পর বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
 
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আনসার ও পরিচ্ছন্ন কর্মীদের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনা পেছনে অন্য কোন উদ্দ্যেশ রয়েছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন, পৌনে ৭টার দিকে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দিলে সে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় সোহাগ আলীসহ পাঁচজন আহত হন। হাসপাতালে নেয়ার পর সোহাগ আলী মারা যান।  
 
অপরদিকে ঘটনার পর  বিমানবন্দরে দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা গুলি করে হামলাকারী যুবককে আটক করে। তাকে পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যেকটা গেটে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates