Social Icons

Tuesday, November 15, 2016

সার্চ কমিটিতে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে সংশয় বিএনপির

নির্বাচন কমিশন গঠনে দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বিএনপি চায় উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সেই এক কথা ‘নির্বাচন কমিশন গঠনে সাবেক রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে একটি ভাল উদাহরণ’ সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ এখনো প্রত্যাশা করে রাষ্ট্রপতি সেই পথ অনুসরণ করবেন। এই যদি শাসকগোষ্ঠীর অভিপ্রায় হয়ে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচন কী রূপ নেবে তা সহজেই অনুমেয়।
 
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একচেটিয়া ক্ষমতা ভোগ করেন। এখানে রাষ্ট্রপতির কতটুকু স্বাধীন ক্ষমতা আছে তা দেশবাসী ভালভাবেই জানে। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে সরকারের নির্দেশেরই প্রতিফলন হবে সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
 
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
বিএনপির এই নেতা বলেন, সেই নির্বাচনের পরিণতি কী হবে সেটির দৃষ্টান্ত কাজী রকিবউদ্দিনের নির্বাচন কমিশন দেশবাসীকে দেখিয়ে দিয়েছে। আবারও ভোটকেন্দ্র দখল, পুলিশের উপস্থিতিতে ব্যালট বাক্স ছিনতাই, গভীর রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলা, লাশ আর রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া কাজী রকিব মার্কা নির্বাচন করতেই শাসকদল রাষ্ট্রপতিকে ব্যবহার করে তীব্র আওয়ামী অনুভূতিসম্পন্ন সার্চ কমিটি গঠন করতে চায়।
 
এ সময়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হারুনুর রশিদ, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট অাবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন, বেলাল আহমেদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates