জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই অভিসংশনের মুখে পড়বেন ডোনাল্ড ট্রাম্প। এমন ভবিষ্যৎ বাণী করেছেন, মার্কিন অধ্যাপক অ্যালান লিচম্যান। যিনি বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ বাণী করে এরইমধ্যে আলোচিত হয়েছেন। ৩০ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও তার বাজি ছিল ট্রাম্পের পক্ষে। লিচম্যান মনে করেন, রিপাবলিকানরাও ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করে না। কেননা, ট্রাম্পকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের। তবে রিপাবিলকানদের পছন্দ, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। তাই লিচম্যানের ধারণা, দেশকে নেতৃত্ব দিতে পেন্সকে বেছে নিতে পারেন রিপাবলিকানরা। ১৯৮৪ সালের পর থেকে এ পর্যন্ত মার্কিন নির্বাচন নিয়ে যে ৯টি ভবিষ্যৎ বাণী করেছিলেন অধ্যাপক লিচম্যান, তার সবগুলোই সত্যি হয়েছে। এদিকে মার্কিন সাংবাদিক ডেভিড ব্রুকসহ আরও কয়েকজন ট্রাম্পের অভিশংসন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন মাইকেল মুর গত জুলাই মাসেই বলেছিলেন, হিলারির জোয়ার থাকলেও শেষ পর্যন্ত তার অপছন্দের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পই ভোটে জিতবেন। |
Monday, November 14, 2016
অভিশংসনের মুখে পড়তে পারেন ট্রাম্প
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment