আর মাত্র তিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনের প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন জরিপ হচ্ছে। তাতে কখনও এগিয়ে থাকছেন হিলারি, কখনও ট্রাম্প। বৃহস্পতিবার সর্বশেষ জরিপে এগিয়ে ছিলেন ট্রাম্প। লস এঞ্জেলেস টাইমসের সেই জরিপে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। পরদিন অর্থ্যাৎ শুক্রবারই তা পাল্টে গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।
৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত করা এই মতামত জরিপে, ৪৪ শতাংশ সম্ভাব্য ভোটার হিলারির পক্ষে এবং ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে ভোট দিবেন বলে জানিয়েছেন।
জরিপে দেখা গেছে, সপ্তাহজুড়ে হিলারির অগ্রগামিতা ৪ শতাংশ থেকে ৭ শতাংশ পয়েন্ট পর্যন্ত উঠানামা করেছে। তবে অন্যান্য মতামত জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিচ্ছে।
জাতীয় জরিপগুলোর গড় করে প্রকাশ করা রিয়েল ক্লিয়ার পলিটিকসের হিসাব অনুযায়ী, হিলারির অগ্রগামিত গত সপ্তাহের পাঁচ শতাংশ পয়েন্ট থেকে হ্রাস পেয়ে শুক্রবার দুই পয়েন্টেরও নিচে নেমে গেছে।
জাতীয় জরিপে অগ্রগামিতা সত্ত্বেও অঙ্গরাজ্যগুলো ধরে করা আলাদা জরিপে দেখা গেছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হিলারি আগের অবস্থান হারিয়েছেন।
রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং মিশিগান অঙ্গরাজ্যে হিলারি আগের অবস্থান হারিয়েছেন এবং ট্রাম্পের সাথে তার লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
এদিকে দিনভর ক্যাম্পেইনের পর রাতে ক্লেভল্যান্ডে জনপ্রিয় শিল্পী বিয়ন্সের কনসার্টে আকস্মিক হাজির হন হিলারি। সেখানে হিলারি বলেন, ‘এখনও অনেক কাজ বাকি, সেগুলো শেষ করতে হবে। আরো অনেক বাধা পেরতে হবে, এর জন্য আপনাদের সাহায্য লাগবে।’
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি ট্রাম্প পেনিনসিলভেনিয়ায় শেষ দিনের প্রচারণা চালান। বিভিন্ন তারকাদের কনসার্টে হিলারির প্রচারণার উপহাস করে বলেন, ‘আমি এতদূর শুধু নিজের চেষ্টায় এসেছি। শুধু আমি, কোনো গিটার নয়, পিয়ানো নয়, কোনো কিছুই নয়।
Saturday, November 5, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment