ব্রাজিলে চালু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলে প্রথমবারের মতো হাতির জন্য গড়ে তোলা একটি অভয়ারণ্য।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের প্রায় ৫০টি সার্কাসের হাতির আবাসস্থল হিসেবে এই অভয়ারণ্য তৈরি করা হয়েছে।
প্রথম বাসিন্দা হিসেবে এই অভয়ারণ্যে আশ্রয় মিলেছে গুইডা ও মাইয়া নামের দুটি হাতির, যাদের উভয়েরই বয়স ৪০ বছরের ওপরে।
নতুন এই আশ্রয়স্থলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ যত্মাদি দেওয়া হবে। এখানে বিস্তীর্ণ চারণভূমিসহ বন্য পরিবেশেই থাকার সুযোগ পাবে তারা।
প্রথম পর্যায়ে এই অভয়ারণ্যে সর্বোচ্চ ছয়টি হাতিকে আশ্রয় দেওয়া হবে। তবে এই অভয়ারণ্যে দর্শনার্থী প্রবেশের কোনো সুযোগ থাকছে না।
পর্তুগিজ ভাষায় প্রকাশিত ব্রাজিলের জিওয়ান ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভয়ারণ্যে ইতিমধ্যে আশ্রয় পাওয়া হাতি দুটি থাইল্যান্ডের বলে ধারণা করা হচ্ছে। তাদের অবৈধভাবে ধরে এনে সার্কাসে ব্যবহার করা হচ্ছিল।
লাতিন আমেরিকা অঞ্চলে চিড়িয়াখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে সার্কাসে পশুর ব্যবহার নিষিদ্ধে বেশ কিছু আইন হয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা 'গ্লোবাল স্যাঙ্কচুয়ারি ফর এলিফ্যান্টস' ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ম্যাটো গ্রোসোতে জমি কিনে সেখানে হাতির জন্য নিরাপদ এই আবাসস্থল গড়ে তুলেছে। অভয়ারণ্যের জন্য মোট ২ হাজার ৮০০ একর জমি ক্রয়ে সংস্থাটির ব্যয় হচ্ছে ১০ লাখ ডলার, যা পাঁচ বছরে পরিশোধ করতে হবে।
Monday, November 7, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment