ইউনাইটেড এয়ারলাইন্স দীর্ঘ দূরত্বের আকাশভ্রমণকে আরামদায়ক করতে চায় এতটাই যে আপনার মনে হবে আপনি ঘুমিয়ে পড়লেন, আর স্বপ্ন দেখতে দেখতে পৌঁছে গেলেন গন্তব্যে। প্রতিষ্ঠানটি এক বিলাসবহুল বিজনেস ক্লাস কেবিনের উদ্বোধন করেছে সম্প্রতি। শান্তিময় ঘুমের দিকে এবারে বিশেষ মনোযোগ দিচ্ছেন তারা। এটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য"সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি"।
নতুন এই কেবিনে প্রত্যেক যাত্রী পাবেন স্বতন্ত্র ছয় ফুট ছয় ইঞ্চি মাপের বিছানা। এই বিছানায় থাকবে অ্যাডজাস্টেবল ব্যাক সাপোর্ট। সাথে যোগ হচ্ছে ১৬ ইঞ্চি টেলিভিশন, ম্যাট্রেস, কুশন, শীতল বালিশ, চোখের শেড, স্লিপার এবং একটি ল্যাভেন্ডার পিলো মিস্ট।
নতুন এই কেবিনে প্রত্যেক যাত্রী পাবেন স্বতন্ত্র ছয় ফুট ছয় ইঞ্চি মাপের বিছানা। এই বিছানায় থাকবে অ্যাডজাস্টেবল ব্যাক সাপোর্ট। সাথে যোগ হচ্ছে ১৬ ইঞ্চি টেলিভিশন, ম্যাট্রেস, কুশন, শীতল বালিশ, চোখের শেড, স্লিপার এবং একটি ল্যাভেন্ডার পিলো মিস্ট।
কোম্পানিটি জানায়, কেবিনের নকশা করা হয়েছে স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে। ঠিক ততোগুলো বিছানাই দেওয়া হয়েছে যা দিলে যাত্রীদের চলাফেরায় কোন ব্যাঘাত ঘটবে না। এমনকি যাত্রীর আরামের কথা ভেবে ১২ ঘন্টার ফ্লাইটে পায়জামাও সরবরাহ করা হবে। সুস্বাদু স্ন্যাক্স এবং পানীয়ের ব্যবস্থা তো থাকছেই।
No comments:
Post a Comment