ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির পদত্যাগের পর রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য আলোচনা শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।
প্রেসিডেন্ট মাত্তারেলা বৃহস্পতিবার বিকাল ৬টায় থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আজ (শনিবার) বিকালে শেষ হওয়ার কথা ওই আলোচনা বা পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করবেন রেনজি। খবর এএফপির।
রোববার সংবিধান সংশোধনের প্রশ্নে এক গণভোটে হেরে যাওয়ার পর বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন রেনজি। ফলে ইতালি মারাত্মক এক রাজনৈতিক সংকটের মুখে পড়ে। এ অবস্থায় সরকার চালানোর জন্য সেখানে গঠিত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আগাম নির্বাচন হওয়াকে প্রতিহত করতে সব দলের অংশগ্রহণে একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করছেন মাত্তারেলা
ইতালিতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট মাত্তারেলা সিনেট প্রেসিডেন্ট পিয়েত্রো গ্রাসো, চেম্বার অব ডেপুটি প্রেসিডেন্ট লাউরা বোলদ্রিনি এবং সাবেক রাষ্ট্রনেতা জর্জিয় নাপোলিটানোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
Saturday, December 10, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment