অনেকদিন ধরেই তার কর ফাঁকি দেওয়ার খবর উড়ছে। তার মধ্যেই নতুন খবর যে তাঁকে আরও সমস্যায় ফেলতে পারে তা বলাই বাহুল্য।
স্পেনের এক খবরের কাগজে রবিবার এমনই খবর প্রকাশিত হয়েছে। যেখানে রোনাল্ডোর ২২ কোটি ৫০ লাখ ইউরোর হিসেব প্রকাশিত হয়েছে। দাবি করা হয়েছে রিয়েল মাদ্রিদ ও পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ২২টি সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এবং সেই সব অ্যাকাউন্ট মিলে তাঁর রয়েছে দু’কোটি ইউরো। পর্তুগালের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৩,৫৫২ ইউরো রয়েছে রোনাল্ডোর। এ ছাড়া রয়েছে প্রচুর ইনভেস্টমেন্টস। স্পেনের বাইরে রয়েছে ২০ কোটি ৩.৭ লাখ ইউরো। আর দেশে রয়েছে ২৩ কোটি ৫০ লাখ ইউরো। ৩১ বছরের রোনাল্ডো সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি এমন কিছু করেননি যেটা ভুল। গত সপ্তাহেই রোনাল্ডোর ফিনান্সিয়াল সংস্থা তাঁর ২০১৫ সালের করের হিসেব দিয়েছে। যদিও ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত করের ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। আরও নানা অভিযোগ উঠছে রোনাল্ডোর বিরুদ্ধে। যা খতিয়ে দেখছে স্প্যানিশ ট্যাক্স অথরিটি।
- আনন্দবাজার
No comments:
Post a Comment