প্রেসিডেন্ট–এর কুর্সিতে বসার আগেই একের পর বিতর্ক ধেয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের। শেষ অভিযোগ এসেছে সি আই এ–এর পক্ষ থেকে।
তাঁর নির্বাচনে জিততে সুবিধা করে দিতে হিলারির ইমেল ফাঁস করেছে রাশিয়া। এই অভিযোগের সত্যতা মিলেছে সি আই এ–এর রিপোর্টে। রবিবার সেই নিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযোগ ‘হাস্যকর’। অভিযোগ ওঠার পর থেকেই ডেমোক্রাটদের সঙ্গে গলা মিলিয়েছেন প্রবীণ রিপাবলিকানরাও। প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেন যিনি আবার পদাধিকার বলে সেনেটের আর্মড সার্ভিস কমিটির প্রধান তিনি বলেছেন, ‘সি আই এ–এর রিপোর্ট নিয়ে সব আমেরিকানের উদ্বিগ্ন থাকা উচিত। ’ এই নিয়ে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, তাঁকে আটকাতেই এইসব ভিত্তিহীন অভিযোগ–প্রমাণ তুলে ধরা হচ্ছে।- আজকাল
No comments:
Post a Comment