নাইজেরিয়ার লাগোসে একটি গির্জার ছাদ ধসে পড়ে মৃত্যু হল ১৬০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার রাতে প্রার্থনা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে দ্য রেইনার্স বাইবেল চার্চ ইন্টারন্যাশনালের ছাদ। নির্মীয়মান গির্জাটির কাজ তড়িঘড়ি শেষ করার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। কারণ শনিবার প্রতিষ্ঠাতা আকান উইকসকে বিশপ উপাধীদান উপলক্ষে সেখানে ছিল বিশেষ অনুষ্ঠান। যখন দুর্ঘটনাটি ঘটে, তখন গির্জার ভিতরে ছিলেন কয়েকশো ধর্মপ্রাণ খ্রিস্টান। হঠাত্ই মাথার উপর ভেঙে পড়ে মেটার গার্ডার ও লোহার ছাদ। কোনওক্রমে প্রাণ বেঁচেছে আকান উইকসের।
ঘটনাস্থল থেকে কম্পিউটার প্রোগ্রাম অ্যানালিস্ট ইউকেমে আইবিয়ো টেলিফোনে জানান, 'চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। অনেকে আটকে পড়েছেন। রক্ত থইথই করছে। ছড়িয়ে রয়েছে জুতো, হ্যান্ডব্যাগ। ' একটি ফোনকল করার জন্য গির্জার বাইরে গাড়িটা দাঁড় করিয়েছিলেন আইবিয়ো। হঠাত্ই তিনি খুব জোরে একটা আওয়াজ শুনতে পান। প্রথমে ভেবেছিলেন বিস্ফোরণের শব্দ। তারপরই দেখেন চোখের নিমেষে মাটিতে লুটিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল গির্জা।
ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরাতেই একের পর বেরিয়ে এসেছে নিথর দেহ। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, সরকার তার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র।
- এই সময়
No comments:
Post a Comment