Social Icons

Monday, December 12, 2016

মেসির জোড়া গোলে জয়ে ফিরেছে বার্সা

লিওনেল মেসির জোড়া গোলে ওসাসুনার বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়েছে বার্সা। শনিবার ( ১০ ডিসেম্বর ) ওসাসুনার মাঠ এল সাদারে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মেসিরা। ফলে লা লীগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমেছে। অপর গোলটি করেছেন লুইস সুয়ারেজ।

খেলার প্রথমার্ধে সফল হতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে সুয়ারেজের গোলে তাদের কপাল খোলে। বার্সার হয়ে নিজের ৫৫০তম ম্যাচে মেসি এরপর দু’বার বল জালে পাঠিয়ে বার্সেলোনার পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন।

এরআগে ওসাসুনার বিপক্ষে ১০ ম্যাচে মাত্র একবারই বার্সা হেরেছিল। এই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোলমুখে খুলতে একাধিকবার অসফল হয়েছেন মেসি ও সুয়ারেজ দু’জনই।

এই অর্ধে গোল না পেলেও কাতালানদের নিরংকুশ প্রাধান্য ছিল। প্রথম দুটি গোলেই জর্ডি আলবার অবদান ষোলোআনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। ৩০ গজ দূর থেকে স্প্যানিশ ফরোয়ার্ড সের্গিও লেওনের শট ক্রসবারে লাগে। ৫৯ মিনিটে পাসিং ফুটবলের দারুণ মুনশিয়ানায় এগিয়ে যায় বার্সা।

মেসির বাড়ানো বল পেয়ে আলবা বাঁদিক থেকে ছোটো বক্সে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে সুয়ারেজের দরকার ছিল আলতো টোকারই।

সূচনাকারী গোলের আগে অনেকটা সময় নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে আক্রমণের ফাঁক বের করে বার্সেলোনা।

৭২ মিনিটে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎস তিনি নিজেই। বাঁদিকে ছুটে আসা ডেনিস সুয়ারেজকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পরে বাইলাইন থেকে আলবার দুর্দান্ত কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা মেসি।

যোগ করা সময়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে স্কোরলাইন ৩-০ করেন মেসি। পায়ের জাদুতে দু’জনকে কাটিয়ে তিনজনের মধ্যদিয়ে বল জালে পাঠান তিনি।

এবারের লা লীগায় মেসির এটি ১১তম গোল। সমান ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates