নাইজেরিয়ার মেইদুগুরি এলাকায় দুই 'মেয়ে শিশুকে' বোমা হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। মেইদুগুরির একজন পুলিশ সদস্য জানান হামলাটি মানুষজনে পরিপূর্ণ বাজারে করা হয়েছে।
মেয়ে শিশুদের দিয়ে চালানো এই আত্মঘাতী বোমা হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। তবে এই হামলার সঙ্গেও বোকো হারাম জড়িত বলে ধারণা করা হচ্ছে । গত কয়েকমাসে নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারাম এর বিরুদ্ধে অভিযান চালাতে সক্ষম হলেও তারা আত্মঘাতী বোমা হামলা বন্ধ করতে পারেনি।
এক নাইজেরিয়ান মিলিশিয়া সদস্য আব্দুল্লা করিম জাবো জানান, "রিকশা থেকে এই দুই মেয়ে শিশু নেমে আসে এবং বাজারের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের সাথে আমি হাউসা ও ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি। কিন্তু তারা আমার কোন কথার উত্তর দেয়নি। তাদের চেহারা ছিল অনুভূতি শূন্য। আমি মনে করেছিলাম তারা তাদের মাকে খুজছে। এরপর দুই শিশু মেয়ে মানুষজনে পরিপূর্ণ বাজারে প্রবেশ করে। এ সময় একজন তার কোমরে থাকা বোমার বেল্ট বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে অপরজন বিস্ফোরণ ঘটায়। বাজার থেকে এ সময় সবাই ছোটাছুটি করে বের হচ্ছিল।"
গত শুক্রবারও জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়। ওই বোমা হামলাও একজন নারী দ্বারা পরিচালিত হয়েছিল। এছাড়াও গত অক্টোবরে একইভাবে মহিলা আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়।
সূত্র: বিবিসি
Monday, December 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment