সোমালিয়ায় আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দেশটির প্রধান বন্দর মোগাদিসুর মূল প্রবেশ পথে এ হামলার ঘটনা ঘটে। ইসলামি জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্সের।
ওই বন্দরের এক শ্রমিকের বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘটনাস্থলে বিস্ফোরণের পর পরই বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে বন্দরের কাজ থেমে যায়। সেখানে কর্মরত শ্রমিকদের বন্দর ত্যাগ করতে বলা হয়েছে। মুহুর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এ দিকে, হামলার ব্যাপারে আল-শাবাবের সামরিক মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব জানান, বন্দরের পুলিশ চৌকি লক্ষ্য করেই আমরা হামলা চালিয়েছি। তথাকথিত নির্বাচনে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়ায় তাদের উপর এ হামলা চালানো হয়। ৩০ জন নিরাপত্তার বাহিনীর সদস্যকে হত্যা করেছি, আহত করেছি আরও ৫০ জনকে। |
Monday, December 12, 2016
সোমালিয়ায় বোমা হামলা, নিহত ৩০
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment