পূর্ব আলেপ্পোতে যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে রাশিয়া। বাংলাদেশ সময় বুধবার ভোরে এই ঘোষণা আসে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, বিদ্রোহীদের অধিকৃত পূর্ব আলেপ্পো বর্তমানে আসাদ সরকার বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
জাতিসংঘে রাশিয়ান অ্যাম্বাসেডর ভিতেলি চুরকিন এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, এ সময় তিনি আরো বলেন, বিদ্রোহীরা যেন ঐ অঞ্চল ছেড়ে বের হয়ে আসতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। সরকার পক্ষ ও বিদ্রোহীদের মধ্যে এই চুক্তি হয়েছে। তবে চুক্তি শর্ত হিসেবে সাধারণ নাগরিকেরা চাইলে এই অঞ্চল ত্যাগ করতে পারবেন।
এই ঘোষণার মাধ্যমে চার বছরের রক্তক্ষয়ী এক যুদ্ধের অবসান হতে যাচ্ছে। সিরিয়ান সরকার ও বিদ্রোহীদের এই সংঘর্ষে হাজার হাজার মানুষ মারা গেছে।
বিবিসি জানায়, গত কয়েক ঘণ্টা ধরে আলেপ্পোতে কোন যুদ্ধ বিমান আসা যাওয়া করেনি এবং কোন গুলির শব্দও শোনা যায়নি।
গত কয়েক মাস ধরে রাশিয়ার যুদ্ধ বিমানের সহায়তা নিয়ে আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করে সিরিয়ান সরকার। শেষ পর্যন্ত বিদ্রোহীদের কোণঠাসা করতে বাধ্য হয় তারা। জাতিসংঘের পক্ষ থেকে দাবি করা হয়, আলেপ্পোতে বিনা বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। ৮২ জন সাধারণ নাগরিককে দেখা মাত্র গুলি করে হত্যা করা হয়েছে বলেও দাবি করে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। সেই সঙ্গে বিদ্রোহীদের ভবিষ্যৎ নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করে তারা।
জাতিসংঘের এমন উৎকণ্ঠার মধ্যেই সমস্যা সমাধানের ঘোষণা দিল রাশিয়া। এর ফলে কোন প্রকার রক্তক্ষয় ও হত্যাকাণ্ড ছাড়া আলেপ্পো ছেড়ে যেতে সক্ষম হবে বিদ্রোহীরা। বিবিসি।
No comments:
Post a Comment