টুইটারে পর্দা ছাড়া ছবি পোস্ট করার দায় সৌদি আরবের এক তরুণীকে গ্রেফতার করেছে রাজধানী রিয়াদের পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
তরুণীর নাম প্রকাশ না করার শর্তে সৌদি পুলিশ ফাইয়াজ আল-মাইমান জানায়, গত মাসে রাস্তায় রক্তের কেউ না এমন একজন পুরুষের সাথে প্রকাশ্যে গল্প করা এবং রাজধানী রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের সামনে পর্দা ছাড়া ছবি তুলে তা টুইটারে পোস্ট করায় মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ মেয়েটির নাম প্রকাশ না করলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে ২০ বছর বয়সী মেয়েটির নাম জানা গেছে। তার নাম হলো মালাক আল-সেহরি।
টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মালাক ফ্রোরাল ড্রেসের সঙ্গে কালো কোট ও রোদচশমা পরে দাড়িয়ে আছেন। আর এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মধ্যে পড়ে সে।
পুলিশ কর্মকর্তা ফাইয়াজ জানিয়েছে, মালাক যে ধরনের কাজ করেছেন তাতে ওই দেশের আইন ভঙ্গ করা হয়েছে।
No comments:
Post a Comment