মাফিয়া ধ্বংসে কলম্বিয়া বর্ডার বন্ধ করে দিল ভেনিজুয়েলা। মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এর আগের দিন দেশটি ১০০ টাকার নোট বাতিল করে কয়েন ছাড়ার ঘোষণা দেয়। সোমবার দেশটি ঘোষণা দেয়, আগামী ৭২ ঘণ্টার জন্য কলম্বিয়ার সঙ্গে বর্ডার বন্ধ করতে যাচ্ছে তারা। মাফিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর সময় তারা যেন বর্ডার পারি দিতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, সীমান্তাঞ্চলে থাকা মাফিয়ারা দেশের অর্থনীতিতে বড় ক্ষতি করছে। সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেনিজুয়েলায় বিক্রি হওয়া ডিজেল ও পেট্রোল পার্শ্ববর্তী রাষ্ট্র কলম্বিয়ায় উচ্চ মূল্য বিক্রি করছে মাফিয়া ও চোরাকারবারির সদস্যরা। দেশটির সরকার বেশ কিছু ক্ষেত্রে ভর্তুকি দিয়ে এই তেল সরবরাহ করে। ফলে ভেনিজুয়েলার অর্থনীতিতে তেল পাচারের বড় প্রভাব রয়েছে।
মাদুরো রবিবার দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাফিয়া আমাদের দেশ আর অর্থনীতিকে ধ্বংস করার আগে আসুন আমরা মাফিয়াকে ধ্বংস করি। এটা অনিবার্য এবং প্রয়োজনীয়।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের আগস্টে বেশ কিছুদিনের জন্য কলম্বিয়ার সঙ্গে ভেনিজুয়েলার সকল বর্ডার বন্ধ করে দেয়া হয়। এক বছর পর সেই বর্ডারের কিছু অংশ খুলে দেয়ে ভেনিজুয়েলা সরকার। এ প্রসঙ্গে কলম্বিয়ার সরকার অভিযোগ করে জানিয়েছিল, তাদের সঙ্গে পূর্বে কোন আলোচনা ছাড়াই হঠাৎ করে বর্ডার বন্ধ করে দেয় ভেনিজুয়েলা।
এদিকে ব্রাজিল এর সাথে ভেনিজুয়েলার বর্ডারে কড়া নজরদারিতে আছে ব্রাজিল বর্ডার গার্ড। যাতে মাফিয়া ব্রাজিলে প্রবেশ করতে না পারে। এন্ট্রি ছাড়া বা ভিসা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ব্রাজিল।
বিবিসি।
No comments:
Post a Comment