প্রেসিডেন্ট থাকাকালে নিজ ব্যবসা ছেলের হাতে অর্পণ করা হবে বলে জানিয়েছিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জানালেন, প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থায় কোনভাবেই ব্যক্তিগত ব্যবসার জন্য নতুন কোন চুক্তি করবে না তার অধীনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
তিনি এক টুইট বার্তায় জানান, ভবিষ্যতে ব্যবসার কার্যক্রম কিভাবে চলবে তা জানানোর জন্য একটি সংবাদ সম্মেলন আয়োজন করবেন তিনি। মঙ্গলবার এই ভিন্ন ধরণের সংবাদ সম্মেলনের ডাক দেয়া হয়েছে।
সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটস কে হবেন তা এই সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে বলে জানান ট্রাম্প।
নিজ টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প জানান, আইনে কোন বাধ্যবাধকতা না থাকলেও ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ব্যবসার সব কাজ শেষ করতে চাই।
তিনি আরো বলেন, আমার দুই সন্তান ডন ও এরিক এবং তাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভেরা মিলে ব্যবসা পরিচালনা করবেন। আমি অফিসে থাকাকালীন সময় কোন চুক্তি হবে না।
বিবিসি।
No comments:
Post a Comment