Social Icons

Monday, December 5, 2016

শহীদের পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে রুবেল

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের ক্যাম্প থেকে ছিটকে পড়লেন পেসার মোহাম্মদ শহিদ। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
 
তার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের প্রস্তুতিমূলক ক্যাম্প করবে টাইগাররা। সেই ক্যাম্পের জন্য ২২ সদস্যের স্কোয়াড গেল ৪ নভেম্বর ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরির কারণে ঐ স্কোয়াডের সাথে যেতে পারবেন না পেসার মোহাম্মদ শহীদ। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক পেসার রুবেল হোসেন।
 
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত ২৬ নভেম্বর কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ঢাকা ডায়নামাইটসের শহীদ। ডান হাঁটুর লিগামেন্টে সমস্যা দেখা দেয়। ফলে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতিমূলক ক্যাম্পে যেতে পারবেন না শহীদ। এমনকি নিউজিল্যান্ড সফরে কোন ম্যাচও খেলতে পারবেন না তিনি।
 
তাই শহীদের জায়গায় দলে সুযোগ পেলেন রুবেল। রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। তাই রুবেলের পারফরমেন্সে খুশী হয়ে শহীদের পরিবর্তে তাকেই স্কোয়াডে নিয়েছে ক্রিকেট বোর্ড।
 
চলতি মাসের ২৬ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ।
 
 
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানবীর হায়দার।
 
 
স্ট্যান্ডবাই : শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন ও রুবেল হোসেন। বাসস
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates