অস্ট্রেলিয়ান পেশাদার ফুটবল লিগ এ-লিগে কোচিং করতে আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোস। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কার্লোসকে ফুটবলীয় ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচনা করা হয়।
২০১৫ সালে ভারতীয় সুপার লীগে দিল্লী ডায়নামোর কোচের দায়িত্ব ছাড়ার পরে এখন পর্যন্ত কোন দলের সাথে সম্পৃক্ত হননি কার্লোস। গত বছর দিল্লী ছেড়ে চলে আসার পরে ইঙ্গিত ছিল কার্লোস হয়তবা অস্ট্রেলিয়ায় যোগ দিতে যাচ্ছেন। এর আগে তিনি তুরস্কের দুটি দল আখিসার বেলেডিয়েসপার ও সিভাসপোরের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালার সাথেও কাজ করেছেন।
বর্তমানে অবশ্য তিনি লা লিগা জায়ান্ট ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শুভেচ্ছদূত হিসেবে ক্লাবটির সাথে আছেন এবং এই কাজ করতে পেরে দারুন আনন্দিত ৪৩ বছর বয়সী এই ডিফেন্ডার। স্প্যানিশ রাজধানীতে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারে জিতেছেন চারটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লি শিরোপা। একজন খেলোয়াড়ের জন্য এর থেকে বড় কৃতিত্ব আর কি হতে পারে।
তবে বর্তমানে তিনি এ-লিগে সাথে নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহী। অস্ট্রেলিয়ান সর্বোচ্চ লিগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কার্লোস বলেছেন, ‘কেন নয়, ফুটবলে সবই সম্ভব। অবশ্যই এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে আমি অনেক কিছু শিখছি। তবে অবশ্যই সঠিক সুযোগ পেলে কেন যাবনা। তবে ম্যানেজার হিসেবে এখানে ফিরতে পারলে সেটা আরো আনন্দের হবে। বর্তমানে আমি এশিয়া ও ওশেনিয়ায় রিয়াল মাদ্রিদের দূত হিসেবে কাজ করছি। তবে অবশ্যই ম্যানেজার হিসেবে দায়িত্বটা আরো বেশী উপভোগ্য হবে।’ বাসস।
No comments:
Post a Comment