Social Icons

Sunday, December 11, 2016

৫০ হাজার আইএস হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

সিরিয়া ও ইরাক সঙ্কটের শুরু থেকে এখন পর্যন্ত ৫০ হাজার আইএস জঙ্গি হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। রবিবার দেশটির সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এ কথা জানান।
 
সিএনএন জানায়, আইএস এ যোগদানও অনেক কমে গেছে। চলতি বছরে মাত্র কয়েকশ বিদেশি যোদ্ধাকে দলে ভিড়িয়েছে এই জঙ্গি সংগঠনটি। গত বছরে যার সংখ্যা ছিলো কয়েক হাজার।
 
এছাড়া আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার খুব কাছে চলে এসেছে বলেও দাবি করেন ওই মার্কিন কর্মকর্তা।
 
তিনি বলেন, চলতি বছরের মে মাসে আবু সায়াফকে হত্যার পর তার স্ত্রীকে আটক করা হয়ে। তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদে বাগদাদি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
 
এছাড়া চলতি সপ্তাহেই ফ্লোরিডায় এ বিষয়ে জেনারেল জোসেফ ভটেলের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্প প্রশাসনের আসার বিষয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেন ওবামা।
 
ওই কর্মকর্তা আরো বলেন, গত ১৮ মাসে যুক্তরাষ্ট্র এমন জায়গাতেই শুধু বিমান হামলা চালিয়েছে যেখানে বেসামরিক নাগরিক ১০ জনের বেশি নিহত হবেনা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates