কেনিয়ার একটি রাস্তায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রবিবার উগান্ডা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ফলে সেখানেই বিস্ফোরিত হয় ট্যাংকারটি। কেনিয়ান রেড ক্রসের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা নাভিয়াশরা ব্যস্ত রাস্তায় খুব দ্রুতই আগুন ছড়িয়ে যায়। তিনি আশঙ্কা করেন, দুর্ঘটনা দেখে যারা কাছে গিয়েছিলেন তাদের গায়েও আগুন লাগতে পারে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের উপ-পরিচালক মশি পিয়াস মিশ বলেন, ট্যাংকারটি ডাউনহিল যাচ্ছিলো। সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
বিবিসি জানায়, দেশটিতে চিকিৎসকদের ধর্মঘট চলছে। ফলে চিকিৎসার ক্ষেত্রেও বেশ বেগ পেতে হচ্ছে আহতদের।


No comments:
Post a Comment