মার্কিন যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিত এক মুসলিম নারী পুলিশকে ইসলামিক স্টেট জঙ্গি বলে অভিহিত করে কটূক্তি করেছে। শুধু তাই নয়, ওই শ্বেতাঙ্গ ব্যক্তি অফ ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে বলে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজের দেশে ফেরত যাও।
তার ১৬ বছর বয়সী পুত্রকেও ধাক্কা দেয় ওই ব্যক্তি। পুলিশ কর্মকর্তা আমল এলসোকারি ব্রুকলিনে নিজের সন্তানকে নামিয়ে দিতে এসেছিলেন। হিজাব পরিহিত এলসোকারি দেখেন মধ্য ৩০ এর মধ্যে থাকা এক শ্বেতাঙ্গ ব্যক্তি তার সন্তানকে ধাক্কা দিচ্ছে। নিউইয়র্কের বাসিন্দা এলসোকারি তখন তাকে বাধা দিতে গেলে ওই ব্যক্তি বলে ওঠে, আইএস জঙ্গি, আমি তোমার গলা কেটে দেব। নিজের দেশে ফেরত যাও।
ঘটনাস্থলে নিজের পরিচয় দেননি এলসোকারি এবং তার সঙ্গে সার্ভিস রিভলভার ছিল না। সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ কর্মকর্তা হিসেবে গর্বের সঙ্গে ডিউটির সময়ে হিজাব পরিধান করা এলসোকারিকে নিউইয়র্ক পুলিশের ‘বীর’ বলে অভিহিত করা হয়। ২০১৪ সালে একটি অগ্নিকাণ্ডের সময় জীবনের ঝুঁকি নিয়ে একজন বৃদ্ধ মানুষের জীবন বাঁচিয়ে ছিলেন তিনি। বীরত্বের জন্য মেডেলও পেয়েছিলেন তিনি।
এনডিটিভি।
No comments:
Post a Comment