Social Icons

Friday, December 16, 2016

ব্রাজিল-বাংলাদেশ বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা

ব্রাজিল-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা নিয়ে দেশটির শিল্প, বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ফার্নান্দো ডি মাগালহায়েস ফারলানের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস।

সম্প্রতি উপমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক বাণিজ্য স্বার্থ নিয়ে কথা বলেন তারা।
ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি মিশন প্রধান নাহিদা রহমান সুমনা বাংলানিউজকে জানান, বৈঠকে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ সম্ভাবনা ও বিশ্ববাজারে চাহিদা রয়েছে এমন সব রফতানিযোগ্য পণ্য সম্পর্কে ব্রাজিলের শিল্প ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন রাষ্ট্রদূত কায়েস।
বৈঠকে তারা যেসব ক্ষেত্রে  দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা রয়েছে সেসব ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। দুই দেশের যৌথ বাণিজ্যিক প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়েও কথা বলেন।
রাষ্ট্রদূত কায়েসের কাছে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গল্প শুনে উপমন্ত্রী ফার্নান্দো ডি মাগালহায়েস বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রদর্শন করেন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখান বলেও জানান ডেপুটি মিশন প্রধান নাহিদা রহমান সুমনা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates