Friday, December 16, 2016
যে দ্বীপে গেলে মানুষ আর ফিরে আসে না।
ইতালিতে এমন এক দ্বীপ রয়েছে, যে দ্বীপে গেলে নাকি মানুষ আর ফিরে আসে না। দ্বীপটির নাম গাইওলা। গাইওলা দ্বীপটিকে নিয়ে যুগ যুগ ধরে ছড়িয়েছে রহস্যজাল।
নেপলস উপকূল থেকে সাঁতরেই ইসোলা লা গাইওলায় পেঁৗছানো যায়। একরত্তি ভূখণ্ডটির ঐতিহাসিক গুরুত্ব কম নয়। রোমানরা তার নাম দিয়েছিলেন 'ইউপিয়া'। দ্বীপের ওপর তৈরি করেছিলেন দেবী ভেনাসের মন্দির। কালক্রমে তা ধ্বংস হয়েছে। বিখ্যাত রোমান কবি ভার্জিল এই দ্বীপটিকে ভালোবেসেছিলেন। এখানে বসেই তিনি তার অনুগামীদের প্রশিক্ষণ দিতেন বলে কথিত। ১৮ শতকে গাইওলা দ্বীপে এক সন্ন্যাসী এসে আস্তানা গাড়েন। স্থানীয়রা তাকে 'উইজার্ড' বা জাদুকর বলে ডাকতেন। তার খাদ্য জোগাতেন এলাকার মৎস্যজীবীরা। একদিন কোনো অজানা কারণে দ্বীপ থেকে উধাও হয়ে যান তিনি। তবে ডেরা ছাড়ার আগে তিনি নাকি দ্বীপটিকে অভিশাপ দিয়ে যান। এরপর এই দ্বীপের মালিকানা যাদের হাতে এসেছে, তাদের জীবনে আচমকা নেমে এসেছে দুর্ভোগ। ১৯২০-এর দশক থেকে তার শুরু। সে সময় গাইওলা দ্বীপ কিনেছিলেন হ্যান্স ব্রন নামে এক সুইস ভদ্রলোক। একদিন ভিলার ভেতর থেকে উদ্ধার করা হয় কম্বলে জড়ানো তার মৃতদেহ। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এর কিছু দিনের মধ্যেই সমুদ্রে ডুবে মারা যান হ্যান্সের স্ত্রী। নির্জন এই দ্বীপকে এড়িয়ে চলেন স্থানীয় বাসিন্দারা। রহস্যময় অতীত বুকে নিয়ে আজও সেখানে দাঁড়িয়ে রয়েছে পরিত্যক্ত ভিলা। হাফিংটন পোস্ট।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment