কলম্বিয়ার সান পেদ্রো শহরের একটি নাইটক্লাবে গ্রেনেড বিস্ফোরণে এক জনের মৃত্যু ও অন্তত ৩৬ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা রোববার এক বিবৃতিতে জানিয়েছে।
দেশটির ভ্যালি ডেল কাউকা রাজ্যে এই ঘটনা ঘটেছে। এতে আহত আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে শহরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ জানায়, নাইটক্লাবের মালিককে লক্ষ্য করে শনিবার রাতে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। যদিও মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, তাদেরকে কেউ হুমকি দেয়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এএফপি।


No comments:
Post a Comment