Tuesday, April 18, 2017
হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ব্রিটেনের বর্তমান সংসদে মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। কিন্তু তার আগেই আকস্মিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন। খবর বিবিসির।
এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তার এই ঘোষণা অনেককেই অবাক করেছে।
ব্রেক্সিট প্রশ্নে গণভোটের পর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে সরে দাঁড়ালে দায়িত্ব নেন তেরেসা মে। আর ক্ষমতা নেওয়ার ৯ মাসের মাথায় তিনি এবার মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি পার্লামেন্টে প্রস্তাব আনবেন।
তেরেসা মে বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর পর ব্রিটেনের এখন প্রয়োজন নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং দৃঢ় নেতৃত্ব। নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ব্রেক্সিটের বিষয়ে জনগণের মধ্যে ঐকমত্য সৃষ্টি হলেও ওয়েস্টমিনস্টারে (পার্লামেন্ট) তা হচ্ছে না।
তেরেসা মের এই আগাম নির্বাচনের প্রস্তাব নিয়ে আগামী বুধবার হাউজ অব কমন্সে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন বিবিসি।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment