Social Icons

Wednesday, June 14, 2017

আপনারা সৌদি আরব নাকি কাতারের সঙ্গে

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে জানতে চেয়েছেন, পাকিস্তান সৌদির সঙ্গে রয়েছে, নাকি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে। জবাবে নওয়াজ শরিফ বলেন, চলমান কাতার সংকটে তারা কোনো পক্ষ নেবেন না। পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

কাতারের সঙ্গে সৌদি আরব ও কয়েকটি আরব দেশের কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে নওয়াজ শরিফ সোমবার সৌদি সফরে গিয়ে বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। এ সফরে নওয়াজের সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, অর্থমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। বৈঠকে বাদশাহ প্রধানমন্ত্রীকে কাতার ইস্যুতে সুস্পষ্ট অবস্থান নেয়ার কথা বলেন। এ সময় কাতারকে আরও একঘরে করে ফেলার জন্য সৌদি আরবের পক্ষে অবস্থান নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বাদশাহর এ প্রস্তাবে রাজি হননি নওয়াজ। বৈঠকের পর সৌদি রাজপ্রাসাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগকে সমর্থন করবে ইসলামাবাদ। তবে পাকিস্তান এমন কোনো পক্ষ নেবে না যাতে মুসলিমবিশ্বে বিভক্তি বেড়ে যায়। সৌদি আরবকে আশ্বস্ত করার জন্য পাকিস্তান আরও বলেছে, চলমান সংকট নিরসনে কাতারের ওপর পাকিস্তানের প্রভাব কাজে লাগাতে পারে ইসলামাবাদ এবং এজন্য পাক প্রধানমন্ত্রী কাতার, কুয়েত ও তুরস্ক সফর করবেন।

পাকিস্তানের আরেক কর্মকর্তা জানান, চলমান সংকটের বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি মধ্যস্থতা করতে পারছে না বরং কুয়েতের উদ্যোগের প্রতি সমর্থন দিয়ে তাকে বেগবান করার চেষ্টা করবে। তিনি বলেন, যদি কুয়েতের উদ্যোগ সফল না হয়, তখন পাকিস্তান ও তুরস্কসহ অন্য কয়েকটি দেশ বিষয়টি নিয়ে সরাসরি কাজ করবে। এ কর্মকর্তা আরও বলেন, পাকিস্তান কাতারে সেনা পাঠাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাক প্রধানমন্ত্রী সৌদি সফর করেন। মিথ্যা ওই খবরের কারণে সৌদি আরবের ভেতরে এমন একটি ধারণা তৈরি হচ্ছিল, ইসলামাবাদ কাতারের পক্ষ নিচ্ছে।

এদিকে মঙ্গলবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি সফরের সময় নওয়াজ শরিফ রিয়াদকে নিশ্চিত করেছেন যে, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পাক সরকার ও জনগণ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে বাদশাহ সালমান সৌদি সফরের জন্য নওয়াজ শরিফকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তাসহ সব ধরনের স্বার্থের প্রতি রিয়াদের সমর্থনের কথা উল্লেখ করেন।

‘কাতারের বিরুদ্ধে অবরোধ অমানবিক’ : কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেয়া পদক্ষেপকে ইসলামী মুল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ কাতারকে যেভাবে একঘরে করার চেষ্টা করছে, তার কঠোর নিন্দা জানিয়েছেন তিনি। তিনি বলেন, কাতারের ওপর এই অবরোধ অমানবিক এবং অনৈসলামিক। খবর বিবিসির।

এরদোগান বলেন, কাতারের ক্ষেত্রে এক গুরুতর ভুল করা হচ্ছে। তাদের বিচ্ছিন্ন করার এই চেষ্টা অমানবিক এবং ইসলামী মূল্যোধের বিরোধী। এটা কাতারকে মৃত্যুদণ্ড দেয়ার শামিল। মঙ্গলবার আঙ্কারার ক্ষমতাসীন একে পার্টির এমপিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ সব কথা বলেন। উপসাগরীর দেশগুলোর মধ্যে কাতারের সঙ্গে তুরস্কের বেশ উষ্ণ সম্পর্ক রয়েছে এবং কাতারকে তারা ওই অঞ্চলের প্রধান মিত্র বলে গণ্য করে। স্বভাবতই কাতারের বিরুদ্ধে অন্য উপসাগরীয় দেশগুলোর অবরোধ আরোপের ঘটনায় তুরস্ক বেশ ক্ষুব্ধ। এদিকে কাতারে সেনা মোতায়েনের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সামরিক বিশেষজ্ঞ দল পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তিন সদস্যের ওই বিশেষজ্ঞ দল কাতার গেছে এবং তারা সেনা মোতায়েনের বিষয়ে সমন্বয় করবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates