তামিমের পরে সাকিবও ফিরে গেছেন রবীন্দ্র জাদেজার বলে, এরপরে হাফ সেঞ্চুরি করে কেদার যাদবের শিকার হয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিমও। ধারাবাহিক উইকেট পতনে ৩৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে বাংলাদেশ।
চতুর্থ উইকেট হিসেবে সাকিব আউট হওয়ার সময়ে দলীয় স্কোর ১৭৬। এর ৩ রান পরেই কেদার যাদবের বলে কোহলির হাতে ধরা পড়েন হাফসেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। সাকিব ২৩ বলে ১৫ ও মুশফিকুর রহিম ৮৫ বলে ৬১ রান করে আউট হন।
এর আগে হাফ সেঞ্চুরি করে ফিরে যান তামিম ইকবাল। কেদার যাদবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরত যাওয়ার আগে ৮২ বলে ৭০ রান করেছিলেন তামিম। ৮০ বলে ৬০ রান করে উইকেটে আছেন মুশফিক, নতুন ব্যাটসম্যান গত ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পরে মুশফিকের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে তুলেন তামিম। এর আগে একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা তামিম ৩৮তম হাফ সেঞ্চুরি তুলে নেন। একই সঙ্গে হাফ সেঞ্চুরি করেন মুশফিকও। এই জমে ওঠা জুটিটি ভাঙেন কেদার যাদব। তার সরাসরি বল মারতে গিয়ে বোল্ড হয়ে যান তামিম। ৮২ বলে ৭০ রান করার পথে ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন তামিম। এর পরে ২৩ বলে ১৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়েন সাকিব।
শুরুতে সৌম্যকে শূন্য রানে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার, সাব্বির রহমানকেও দলীয় ৩১ রানে ক্যাচে পরিণত করেন তিনি।
No comments:
Post a Comment