সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, কাতারকে নিয়ে যে সকল দেশের ‘অসন্তোষ’ রয়েছে তার একটি তালিকা করছে তার দেশ ও মিত্ররা। খুব শীঘ্রই এগুলো উপসাগরীয় দেশগুলোর কাছে উপস্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আদেল আল-জুবায়ের ‘চরমপন্থা ও সন্ত্রাসবাদ’ সমর্থন বন্ধে যে আন্তর্জাতিক ও আঞ্চলিক দাবি উঠেছে তাতে সাড়া দেওয়ার জন্য তিনি কাতারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি কাতারকে এসব একগুচ্ছ দাবি হিসাবে এসব বলছি না। আমি বলছি, যে সব দেশের কাতারের প্রতি ক্ষোভ রয়েছে সেই দেশগুলোর একটি তালিকা তৈরি করা এবং কাতারকে এ বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাতারের বিরুদ্ধে ঠিক কি কি বিষয়ে অভিযোগ উত্থাপিত করা হচ্ছে সে বিষয়ে কিছু না বলে তিনি বলেন, এ বিষয়গুলো খুব শীঘ্রই তৈরি করে তা উপস্থাপন করা হবে। গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন এবং মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। রাষ্ট্রটির বিরুদ্ধে অভিযোগ উঠে যে তারা অর্থায়নের মাধ্যমে সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে। যদিও কাতার তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আন্তর্জাতিক অপ-রাজনীতির শিকার। তাদেরকে নিয়ে খেলা হচ্ছে। পরবর্তীতে ৫৯ জন ব্যক্তি ও ১২ টি গ্রুপের তালিকা প্রকাশ করে বলা হয়েছে, কাতার এসবের সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরকে তারা অবৈধ অর্থের মাধ্যমে উস্কে দিচ্ছে।
এই তালিকায় কাতারের নামকরা কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানও রয়েছে। প্রতিষ্ঠানগুলো সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করছে। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের প্রতি যে অবরোধ আরোপ করা হয়েছে, তার মানে এই নয় যে কাতারের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা। তিনি বলেন, তারা কখনোই সে ধরনের কিছু চান না। এই সময় তিনি বলেন, যে কাতার হচ্ছে তাদের ছয় জাতির উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) একটি মিত্র দেশ। আল জাজিরা।
No comments:
Post a Comment