সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে কাতারকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার পর ৫৯ ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠান ‘সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে তালিকাভুক্ত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন চারটি দেশ।
স্থানীয় সময় শুক্রবার সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি ও উপসাগরীয় সমর্থক রাষ্ট্রগুলোর কথিত এই সন্ত্রাসীদের সমর্থকদের তালিকায় আছেন মিসরের আলোচিত ইসলামী চিন্তাবিদ ও লেখক ইউসুফ আল কারজাভিও। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কাতারভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান।
চলতি সপ্তাহে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সৌদির নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) আওতাধীন তিনটি দেশ ও মিসর যৌথ বিবৃতিতে জানায়, তালিকাভুক্ত কাতারের দাতব্য প্রতিষ্ঠানগুলো এক দশকের বেশি সময় ধরে আল-কায়েদাকে বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। এ নিয়ে জিসিসিভুক্ত দেশগুলো ও আন্তর্জাতিক মহলের বারবার অনুরোধ সত্ত্বেও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করেনি কাতার।
সৌদির সম্প্রচারমাধ্যম আল আরাবিয়া তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর পূর্ণ তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্যে কারজাভি ছাড়াও রয়েছেন কাতারের খলিফা মোহাম্মদ তুরকি আল-সুবাই, কাতারের আবদুল আজিজ বিন খলিফা আল-আত্তিয়াহ, ইয়েমেনের আবদুল ওয়াহাব মোহাম্মদ আবদুর রহমান আল-মেইকানি, লিবিয়ার আলী মোহাম্মদ মোহাম্মদ আল-সাবি, মিসরের মোহাম্মদ আবদেল মাকসুদ মোহাম্মদ আফিফি।
১২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কাতারের কাতার ভলান্টিয়ার সেন্টার, দোহা অ্যাপল কোম্পানি, কাতার চ্যারিটি, বাহরাইনের দ্য রেজিস্ট্যান্স ব্রিগেড।
No comments:
Post a Comment