কলম্বিয়ায় ইএলএন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে এক সেনা নিহত হয়েছে। রবিবার দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে।
দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে সরকারের শান্তি চুক্তির পর এ ঘটনা ঘটলো। ইএলএন একমাত্র বিদ্রোহী দল যারা এই চুক্তির পরও দেশটিতে বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বাজো কাউকা এলাকায় সেভেনথ আর্মি ইউনিট ফোর্সের সঙ্গে ইএলএন যোদ্ধাদের এ সংঘর্ষ হয়। এতে সেনা কর্মকর্তা জন ফ্রেডি গোমেজ সালাজার নিহত হন। এএফপি।
No comments:
Post a Comment