চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইজু জানিয়েছে, তাদের ফ্লাগশিপ ফোন মেইজু প্রো ৭ আগামী ২৬ জুলাই উন্মুক্ত করা হবে। আগের গুজবকে সত্য করে প্রতিষ্ঠানটি হ্যান্ডসেটটির বিশেষ ফিচারের কথাও জানিয়েছে।
এই স্মার্টফোনের বিশেষ বৈশিষ্ট্য হলো- এই ফোনের পেছনের দিকেও আছে একটি সেকেন্ডারি স্ক্রিন। আর এই স্ক্রিনে রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলা এবং গেম খেলা যাবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ফোনের অন্যান্য ফিচারের ব্যাপারে অ্যান্ড্রয়েড সেন্ট্রালে বলা হয়েছে, মেইজু প্রো ৭-এ থাকবে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়া মিডিয়াটেক হেলিও এক্স৩০ প্রসেসরে চলবে এই ফোন।
এদিকে বেশ কিছু ফাঁস হওয়া তথ্য বলছে, মেইজু এই ফোনের একটি বড় প্রো ৭ প্লাস মডেলও উন্মুক্ত করতে পারে।
আর বাকি সব ফিচারে এবং দামের বিস্তারিত জানতে হলে আপনাকে আগামী ২৬ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সূত্র: দ্য ভার্জ
No comments:
Post a Comment