খাবারের টেবিলে শাবানার ডানপাশে লাল রংয়ের চেক শার্ট পরিহিত তার স্বামী ওয়াহিদ সাদিক/ ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
গত ২৩ মে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। এরপরই যতগুলো বিষয় আলোচনায় এসেছে তার মধ্যে একটি হলো-তার স্বামী ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। শাবানাও বিষয়টি বিভিন্ন ঘরোয়া আড্ডায় বলেছেন।
এদিকে ১৮ জুলাই শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলায় তার স্বামীর অর্থায়নে একটি মসজিদ ও মক্তবের কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার পর বক্তব্য দিতে গিয়ে তার স্বামী ওয়াহিদ সাদিকের জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এসময় শাবানার সঙ্গে ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

গত ১৭ বছর ধরে ভক্তদের কাছ থেকে দূরে রয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। ২০০০ সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় শাবানার। ১৯৬৭ সালে এহতেশামের ‘চকোরী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়িকা। ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ২৫টি ছবির প্রযোজনাও করেছেন। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’। এদিকে গত ২৩ মে রাতে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এ নায়িকা।
No comments:
Post a Comment