পাওলিনিয়োকে পেতে বার্সেলোনার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে চাইনিজ সুপার লিগের দল গুয়াংজু এভারগ্রান্দে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পাওলিনিয়োর ব্যাপারে বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানায় চীনের ক্লাবটি।
সম্প্রতি পাওলিনিয়ো নিজেই জানান, গত মাসে তাকে নেওয়ার জন্য একটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ২ কোটি ইউরোয় ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে চেয়েছিল স্পেনের অন্যতম সফল ক্লাবটি। কিন্তু ব্রাজিলের এই খেলোয়াড়কে ছাড়েনি চাইনিজ চ্যাম্পিয়ন গুয়াংজু।
পাওলিনিয়ো জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেন, যা শেষ হবে ২০২০ সালে।
ক্লাবটি বিবৃতিতে জানায়, তাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় পাওলিনিয়ো গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
২০১৫ সালে টটেনহ্যাম হটস্পার থেকে গুয়াংজুতে নাম লেখানো পাওলিনিয়ো এরই মধ্যে জিতেছেন দুটি চাইনিজ সুপার লিগ ও একটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
তিতে ব্রাজিল দলের দায়িত্বে আসার পর জাতীয় দলেও ফিরেছেন মাঝ মাঠের এই খেলোয়াড়।
এদিকে, নতুন মৌসুম শুরু করার আগে বার্সেলোনা এখন পর্যন্ত কেবল একজন নতুন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে। বাই-ব্যাক ক্লজ কাজে লাগিয়ে এভারটন থেকে উইঙ্গার জেরার্দ দেউলোফেউকে দলে নিয়েছে তারা।
No comments:
Post a Comment