সরকারি বিনিয়োগ তহবিলসহ কাতারের রিজার্ভ ৩৪০ বিলিয়ন বা ৩৪ হাজার কোটি ডলার বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শেখ আবদুল্লাহ বিন সাউদ আল থানি। বিশাল অংকের এ রিজার্ভের কারণে কাতার প্রতিবেশী শক্তিশালী আরব দেশগুলোর অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার চাপ ‘সহ্য করে নিতে পারবে’ বলে মনে করছেন আল থানি। খবর রয়টার্সের। সোমবার সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আল থানি বলেছেন, ‘এটি আমাদের অর্থ ব্যবস্থার সার্থকতা। যেকোনো ধরনের ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত নগদ অর্থ আমাদের আছে।’ তিনি জানান, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৪ হাজার কোটি ডলার রিজার্ভের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণের মজুদও রয়েছে। এছাড়া কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষের কাছে আরও ৩০ হাজার কোটি ডলারের রিজার্ভ আছে।
প্রতিবেশীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতারের তেল-গ্যাস খাতের দীর্ঘমেয়াদি চুক্তিগুলো কোনো ঝামেলার মুখোমুখি হয়নি বলে জানান তিনি। তিনি বলেন ‘আমরা কোনো চ্যালেঞ্জ অনুভব করি না। আমাদের হিসাবগুলো পর্যালোচনার জন্য তাদের স্বাগত জানাই, হিসাবগুলো খোলাই আছে। ‘চলতি মাসের প্রথম দিকে রেটিং এজেন্সি মুডির ইনভেস্টর সার্ভিস কাতারের ক্রেডিট রেটিং আউটলুক পরিবর্তন করে স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, কাতারের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের দ্বন্দ্বে দেশটির অর্থনৈতিক ও আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে অর্থনীতিবিদরা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ তরল গ্যাস রফতানিকারী দেশটি গ্যাস উত্তোলন বৃদ্ধি ও নতুন যোগাযোগ রুট তৈরিসহ সংকট সামাল দিতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।
চার দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করবে কাতার: আরব জোটের আরোপিত অর্থনৈতিক অবরোধের কারণে কাতারের যে ক্ষতি হয়েছে তার জন্য আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবে দোহা। নিজ দেশের নাগরিক ও কোম্পানিগুলোকে তাদের ক্ষতিপূরণের জন্য সহায়তার পরিকল্পনা করছে দেশটি। ক্ষুদ্র এ উপসাগরীয় দেশটি রোববার এ সম্পর্কিত একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এ কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত নাগরিক ও কোম্পানিগুলো তাদের ক্ষতির ব্যাপারে দাবি জানাতে পারবে। কাতারের বিচার মন্ত্রণালয় জানায়, এ কমিটি ক্ষতির দাবিগুলো নিয়ে আইনি লড়াইয়ে সহযোগিতা দেবে।
সফরের পরিকল্পনা এরদোগানের: এদিকে কাতারের চলমান সংকট নিরসনের লক্ষ্যে কাতার, কুয়েত এবং সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। কাতারের পক্ষে দৃঢ় অবস্থান নেয়াকে কেন্দ্র করে আঙ্কারার প্রতি আঞ্চলিক কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও এ সফর পরিকল্পনা করেছেন তিনি। তুর্কি দৈনিক হুররিয়াত জানায়, সোমবার এ পরিকল্পনা সম্পর্কে অবহিত করে এরদোগান বলেন, চলতি মাসের ১৫ তারিখের পর থেকে আবারও মধ্যপ্রাচ্য সফর করতে পারি। এ সফরের মাধ্যমে আলোচনা শুরুর সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। জার্মানির হামবুর্গে জি ২০ শীর্ষ সম্মেলন শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলে এরদোগান।
নিষেধাজ্ঞার নিন্দা আন্তর্জাতিক অপরাধ আদালতের : আলজাজিরা জানায়, কাতারের ওপর সৌদি জোটের নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির প্রধান আইনজীবী ফাতু বেনসুদা রোববার কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতের পর নিষেধাজ্ঞার নিন্দা জানান। অবরোধে কোনো আন্তর্জাতিক আইন বা মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।
No comments:
Post a Comment