আমেরিকার প্রতি ‘উপহার’ হিসেবে নানা আকারের আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেয় আমেরিকা। এরপর এমনটাই ব্যাঙ্গ করে আমেরিকাকে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া।
গত ৪ জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। একে আমেরিকার জন্য ‘উপহার’ বলেও ঘোষণা করেছিল দেশটি। নতুন এক বিবৃতিতে আইসিবিএম পরীক্ষা নিয়ে আমেরিকার কঠোর প্রতিক্রিয়ার জবাবও দিয়েছে উত্তর কোরিয়া। দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার প্রতি ‘উপহার’ হিসেবে আরও নানা আকারে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে পিয়ংইয়ং।
এতে আর ও বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ এবং চাপ প্রয়োগ করে উত্তর কোরিয়ার শক্তি এবং কৌশলগত অবস্থান ধ্বংসের কঠোর প্রয়াস চালাচ্ছে আমেরিকা। তার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র- কলকাতা ২৪।
No comments:
Post a Comment