স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ইতালির মন্ত্রিপরিষদ এ গেজেট প্রকাশ করে। গেজেটে বলা হয়, অনলাইনে আবেদনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ৮শ ৫০ জন শ্রমিক বিভিন্ন ক্যাটাগরিতে ইতালিতে আসতে পারবেন।
সূত্র জানায়, এ তালিকায় নেই বাংলাদেশ। অনিয়মের কারণে ২০১২ সাল থেকে বাংলাদেশের শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। তবে মৌসুমী ভিসা জন্য বন্ধ থাকলেও বাংলাদেশের স্টুডেট ভিসা চালু আছে। এ ব্যাপারে রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, বাংলাদেশের কোটা ফিরে পেতে দূতাবাস থেকে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তারা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে আমাদের সমস্যার কথা জানাননি।
১৮ হাজার কোটার দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, মেসেডোনিয়া, সাবেক যুগোশ্লোভিয়া প্রজাতন্ত্র, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মোলদাভিয়া, মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেইন। বাকি ১২ হাজার ৮শ ৫০ কোটা ইইউভুক্ত দেশসহ অন্যান্য দেশ থেকে নেয়া হবে।
No comments:
Post a Comment