ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বাঞ্চলে বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। বাকনিঞ্চ প্রদেশের ইয়ং পং জেলায় বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ৪টায় এ বিস্ফোরণ ঘটে। এতে এলাকার কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় কমপক্ষে ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছেন। স্থানীয় কর্মকর্তা জানান, ভিয়েতনাম যুদ্ধের সময় মাটিতে মাইন ও বোমা পুতে রাখা হয়। এলাকার পুরাতন লোহা-লক্কর সংগ্রহকারীরা ভুলে মটিতে পুতে থাকা বোমা লোহা মনে করে সংগ্রহ করার সময় সাধারণত এ ধরণের বিস্ফোরণ ঘটে।
১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হলেও দেশটির মাটিতে এখনও বোমা ও মাইন পোতা রয়েছে। এর ফলে ৭৫ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বোমা ও মাইন বিস্ফোরণে ৪২ হাজারেরও বেশি লোক নিহত ও ৬২ হাজার ১শ’ লোক জন আহত হয়েছে। এএফপি।
No comments:
Post a Comment