মুসলিম কমিউনিটি পেট্রোল অ্যান্ড সার্ভিসেস-এর দাবি, তারা নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং তাদের হয়ে যারা কমিউনিটি পুলিশের সেবা দিচ্ছেন তারা প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবী। শিফটিং ডিউটির মাধ্যমে সেবা দিচ্ছেন তারা। কার ও নেভি ব্লু ইউনিফর্মগুলো এসেছে বিভিন্নজনের কাছ থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে।
মুসলিম কমিউনিটি পেট্রোল অ্যান্ড সার্ভিসেস (এমসিপি)-র ওয়েবসাইটে বলা হয়েছে, এমসিপি স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষার উদ্দেশে প্রতিষ্ঠিত একটি বেসামরিক সংস্থা। এটি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের উপদ্রব থেকে স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করতে চায়।
এমসিপি’র ভাইস প্রেসিডেন্ট নূর রাবাহ মার্কিন সংবাদমাধ্যমকে বলেন, তার সংস্থা স্থানীয়দের প্রহরীর মতো। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রজুড়ে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধের যে বাড়বাড়ন্ত তার প্রতিক্রিয়া হিসেবেই এমসিপি’র আত্মপ্রকাশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দেশটিতে বিদ্বেষমূলক অপরাধ বেড়েছে ১৭ শতাংশ।
ব্রুকলিনের ইসলামিক স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনা করছে এমসিপি। এছাড়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর নিকটবর্তী মসজিদ, বাস ও সাবওয়ে স্টপগুলোতেও তৎপর থাকবে এমসিপি’র সদস্যরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে সাত লক্ষাধিক মুসলিমের বসবাস। এদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।
No comments:
Post a Comment