বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য উত্তোলনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। নতুন নিয়মের আওতায় খনির রয়্যালটি বাড়ানো হচ্ছে। দেশটিতে বিদেশী কোম্পানিগুলোর খনিজ উত্তোলনের সুযোগ বাড়ানো হচ্ছে। সামগ্রিক বিষয় তদারকির জন্য গঠন করা হচ্ছে স্বতন্ত্র একটি সংস্থা। দেশটির সরকার ও খনিজ শিল্প-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বর্তমানে ব্রাজিলের খনিগুলোয় বিদেশী উত্তোলক প্রতিষ্ঠানের সর্বোচ্চ অংশীদারিত্বের পরিমাণ ৪০ শতাংশ। নতুন নিয়মে এর পরিমাণ আরো বাড়ছে। দেশটির আকরিক লোহার খনিগুলো ২ শতাংশ হারে রয়্যালটি দেয়। এর পরিমাণ বাড়িয়ে ২-৪ শতাংশ করা হচ্ছে। বর্তমানে দেশটিতে খনিজ উত্তোলন কার্যক্রম তদারক করে ন্যাশনাল ডিপার্টমেন্ট অব মিনারেল প্রডাকশন। তবে সংস্থাটির বিরুদ্ধে কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার বিস্তর অভিযোগ রয়েছে। তাই নতুন তদারকি সংস্থা গঠন করা হচ্ছে।
দেশটির খনিজ উত্তোলন ও জ্বালানি মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত পরিকল্পনা প্রেসিডেন্ট মিশেল তেমারকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ও কংগ্রেসের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এটা বাস্তবায়ন হবে।
No comments:
Post a Comment