ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে ক্রাউন প্রিন্স সৌদি আরবের জেল থেকে ৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
Thursday, February 21, 2019
৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তির ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের
এবার নয়াদিল্লিতে ৮৫০ ভারতীয় বন্দিকে সৌদি জেল থেকে মুক্ত করার ঘোষণা দিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মতো নরেন্দ্র মোদিও এ বিষয়ে ক্রাউন প্রিন্সকে অনুরোধ করেন। আর এতে একই প্রতিক্রিয়া দেখালেন বিন সালমান। আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরবের জেলে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি বন্দি রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছরের জানুয়ারিতে সৌদি জেলে বন্দি ভারতীয়র সংখ্যা ছিল ২ হাজার ২২৪ জন। তারে বিরুদ্ধে হত্যা, অপহরণ, উৎকোচ ও মাদক গ্রহণের অভিযোগ রয়েছে। বর্তমানে ২৭ লাখ ভারতীয় সৌদি আরবে অভিবাসী হয়ে আছেন। এদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ও গৃহভৃত্যের কাজ করেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment