ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকাকে সব ব্যবস্থা নেয়ার প্রস্তাব দিবো। সীমান্তে মার্কিন ত্রাণ নিয়ে সংঘর্ষের জেরে এসব কথা বলেন ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো।
এক টুইটার বার্তায় গুয়াইদো বলেন, শনিবারের ঘটনা আমাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরব যাতে আমাদের দেশের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য সব ব্যবস্থা নেয়ার পথ খোলা থাকে।
ভেনিজুয়েলার সামরিক বাহিনীর সঙ্গে গত শনিবার তুমুল সংঘর্ষ বাধে গুয়াইদো সমর্থকদের। আমেরিকার দেয়া ত্রাণ ভেনিজুয়েলাতে প্রবেশ করাকে কেন্দ্র করে গুয়াইদোর সমর্থকদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে দেশটির নিরাপত্তা বাহিনী।
তবে দেশটির প্রেসিডেন্ট মাদুরোর অভিযোগ ট্রাম্প প্রশাসন এসব লোক দেখানো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। মাদুরো ঘোষণা দেয় কোনভাবেই এসব ত্রাণ ভেনিজুয়েলায় ঢুকতে পারবে না।
ত্রাণ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে শনিবারের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
No comments:
Post a Comment