ভেনিজুয়েলার একটি বিমান বন্দরে মার্কিন অস্ত্রের চালান ধরা পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিপক্ষে খোলাখুলি অবস্থান ঘোষণার পরই এ অস্ত্রের চালান ধরা পড়ল।
ভেনিজুয়েলার ভ্যালেনসিয়া নগরীর আরতুরো মিচেলিনা আন্তর্জাতিক বিমান বন্দরের একটি গুদাম থেকে এ সব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোরিডার মিয়ামি থেকে এ সব অস্ত্র পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রভাণ্ডার ভেনিজুয়েলায় কার জন্য পাঠানো হয়েছিল তা বের করার জন্য তদন্ত চলছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে অন্তত ১৯টি রাইফেল, ১১৮ ম্যাগাজিন উচ্চ ক্ষমতার বুলেটসহ ৯০টি রেডিও এবং ৬টি মোবাইল ফোন রয়েছে।
এর আগে আমেরিকা বলেছে, ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে ক্ষমতায় বসানোর জন্য প্রয়োজনে দেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
No comments:
Post a Comment