জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ অর্থ না পাওয়ায় তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অচলাবস্থা এড়াতে ট্রাম্প সীমান্ত নিরাপত্তা বিলে স্বাক্ষর করবেন তবে সেটা কংগ্রেসকে পাশ কাটিয়ে এবং সামরিক তহবিলের অর্থ দেয়াল নির্মাণে ব্যবহার করবেন।
তবে ট্রাম্পের এমন কার্যকলাপকে ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘আইনের অপব্যবহার’ হিসেবে উল্লেখ করেছেন সিনিয়র ডেমোক্র্যাটরা। তারা জানান, প্রেসিডেন্ট কোনো বিলে সই করার আগে তা অবশ্যই কংগ্রেসে পাশ হতে হয়।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট আবারও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, সীমান্ত রক্ষা এবং আমাদের দেশকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ চেয়েছেন।
No comments:
Post a Comment