২০১৭ সালে কানাডার কিবেক শহরের একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৬ মুসল্লিকে হত্যা ও আরও ৫জনকে গুরুতর আহত করার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার আদালত।
সাজাপ্রাপ্ত ২৯ বছর বয়সী আলেক্সান্দ্রে বিসোনেতে কারাগারে ৪০ বছর কাটানোর আগে প্যারোলে মুক্তির জন্য বিবেচিত হবেন না বলে জানিয়েছে বিবিসি।গতকাল শুক্রবার এ রায় প্রদান করা হয়।আল জাজিরা।
সরকারি কৌঁসুলিরা অভিযুক্ত এ যুবকের দেড়শ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। বিচারক ফ্রাঙ্কো হুট রাজি হলে এটিই হত কানাডায় কোনো অপরাধীকে দেওয়া সর্বোচ্চ কারাদণ্ড।
রায়ে কিবেকের সর্বোচ্চ আদালতের এ বিচারক বলেছেন, “সাজা কখনোই প্রতিহিংসাপরায়ন হতে পারে না।”
কানাডার আইনে খুনির যাবজ্জীবন ও ২৫ বছরের আগে শর্তাধীনে মুক্তি (প্যারোল) না দেওয়ার বিধান রয়েছে।
নিহত মুসল্লিদের স্মরণে এক দোয়ার অনুষ্ঠানে এক স্বজনের কান্না/রয়টার্স
দুই বছর আগে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি রাতে বিসোনেতে কিবেকে ইসলামিক কালচারাল সেন্টারে ঝড়ের বেগে প্রবেশ করে নির্বিচারে গুলি চালান। এ ঘটনায় নামাজ পড়তে আসা ৬ ব্যক্তি নিহত ও আরও অন্তত ৫জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে আয়মান দেরবালি নামে একজন এখন পক্ষাঘাতগ্রস্ত বলে জানিয়েছে বিবিসি।
গ্রেপ্তার বিসোনেতে ২০১৭ সালের মার্চেই নিজের অপরাধ স্বীকার করে নেন।
“যা করেছি তার জন্য লজ্জিত আমি, আমি সন্ত্রাসী নয়, ইসলামভীতিও নেই আমার,” বলেছিলেন তিনি।
বিসোনেতে পূর্বপরিকল্পিতভাবেই ওই হামলা চালিয়েছিলেন বলে রায়ে জানান বিচারক ফ্রাঙ্কো। সাজা দেওয়ার ক্ষেত্রে কানাডীয় এ যুবকের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে, বলেছেন তিনি।
No comments:
Post a Comment