যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফরেইন পলিসির করা ২০১৫ সালের বিশ্বের সেরা চিন্তাবিদদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। তারা এ ১০০ জনকে ৯টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। শেখ হাসিনার নাম এসেছে ডিসিশন মেকার (সিদ্ধান্ত গ্রহণকারী) তালিকায়। স্থানীয় সময় মঙ্গলবার ‘দ্য লিডিং গ্লোবাল থিংকারস’ শীর্ষক তালিকাটি প্রকাশ করা হয়। এটি ফরেন পলিসি প্রকাশিত এ ধরনের সপ্তম তালিকা। তালিকার ৯টি বিভাগ হলো- ডিসিসন মেকারস, চ্যালেঞ্জার্স, ইনোভেটরস, অ্যাডভোকেটস, আর্টিস্টস, হিলার্স, স্টুয়ার্ডস, ক্রনিক্লার্স ও মোঘলস। ডিসিশন মেকারস তালিকায় শেখ হাসিনা ছাড়া আরো রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালসট্রম, গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রমুখ। শেখ হাসিনা সম্পর্কে ফরেন পলিসি বলেছে, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে মাত্র দশমিক ৩ শতাংশ (কার্বন) নির্গমন হলেও ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশটির এক কোটি ৮০ লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়ে পড়বে। অলস সময় পার না করে ৩০ শতাংশ দারিদ্র্যসহ অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সুরক্ষাকে একটি জাতীয় অগ্রাধিকার বিষয়ে পরিণত করেছেন এ জন্য চলতি বছর তিনি জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার পেয়েছেন।
Wednesday, December 2, 2015
বিশ্বসেরা চিন্তাবিদ বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফরেইন পলিসির করা ২০১৫ সালের বিশ্বের সেরা চিন্তাবিদদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। তারা এ ১০০ জনকে ৯টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। শেখ হাসিনার নাম এসেছে ডিসিশন মেকার (সিদ্ধান্ত গ্রহণকারী) তালিকায়। স্থানীয় সময় মঙ্গলবার ‘দ্য লিডিং গ্লোবাল থিংকারস’ শীর্ষক তালিকাটি প্রকাশ করা হয়। এটি ফরেন পলিসি প্রকাশিত এ ধরনের সপ্তম তালিকা। তালিকার ৯টি বিভাগ হলো- ডিসিসন মেকারস, চ্যালেঞ্জার্স, ইনোভেটরস, অ্যাডভোকেটস, আর্টিস্টস, হিলার্স, স্টুয়ার্ডস, ক্রনিক্লার্স ও মোঘলস। ডিসিশন মেকারস তালিকায় শেখ হাসিনা ছাড়া আরো রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালসট্রম, গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রমুখ। শেখ হাসিনা সম্পর্কে ফরেন পলিসি বলেছে, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে মাত্র দশমিক ৩ শতাংশ (কার্বন) নির্গমন হলেও ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশটির এক কোটি ৮০ লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়ে পড়বে। অলস সময় পার না করে ৩০ শতাংশ দারিদ্র্যসহ অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সুরক্ষাকে একটি জাতীয় অগ্রাধিকার বিষয়ে পরিণত করেছেন এ জন্য চলতি বছর তিনি জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার পেয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment