Wednesday, December 2, 2015
নিজামীর আইনজীবী শাস্তি কমাতে বলেছেন : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মতিউর রহমান নিজামীর যুক্তিতর্ক উপস্থাপনের শেষ মুহূর্তে তার আইনজীবী বয়স বিবেচনা করে শাস্তি কমাতে বলেছেন। আজ বুধবার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে দায়ের করা আপিলে তারপক্ষে যুক্তি উপস্থাপন শেষে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াতের পক্ষে দলের শীর্ষ নেতার আইনজীবী প্রথমবারের মতো অভিযোগ থেকে অব্যাহতি চাওয়ার পাশাপাশি দণ্ড কমানোর কথা বলেছেন। তবে ফৌজদারী মামলায় তারা এ আর্গুমেন্ট করতে পারেন। তবে জামায়াতের মামলায় দোষ স্বীকারের ঘটনা এটাই প্রথম। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কমার সম্ভাবনা আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সাজা কমানোর বিষয়ে সম্পূর্ণ আদালতের এখতিয়ার। মুজাহিদের একটি অভিযোগে মৃত্যুদণ্ড হয়। আর নিজামীকে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এক্ষেত্রে তার দণ্ড মওকুফ হবে তা আমি বিশ্বাস করি না। অ্যাটর্নি জেনারেল বলেন, তারা বলেছেন মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনায় খুন, মানুষ হত্যা হয়েছে এবং পাকিস্তানী আর্মিরা এসব অপরাধ করেছে। এটা তারা স্বীকার করেছে। তবে রাজনৈতিক সমর্থন দেয়ার কারণে যদি নিজামী অপরাধ করেই থাকেন তারপরও তার বয়স ও অসুস্থতা বিবেচনায় মৃত্যুদণ্ডের শাস্তি যেন কমানো হয়। তিনি বলেন, মাওলানা নিজামী ওই সময় (’৭১ সালে) যে বক্তব্য রেখেছেন তাকে সাজা দেয়ার জন্য যথেষ্ট। আগামী ৭ ডিসেম্বর আমি রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরব তখন আপনারা দেখবেন নিজামী তখন যে বক্তব্য-বিবৃতি দিয়েছেন তা প্রমাণের জন্য ওই সময়কার পত্রিকার কাটিংই যথেষ্ট।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment