সৌদি আরবের জনগণ মিউনিসিপালিটি নির্বাচনে ভোট দিয়ে ১৭ নারীকে নির্বাচিত করেছে। নির্বাচনে নারীদের অংশগ্রহণের উপর বিধিনিষেধ তুলে নেওয়ার পর এই প্রথম সৌদি নারীরা কোনো নির্বাচনে ভাট দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে।
শনিবার এ ভোট গ্রহণের পর রোববার পৌরসভার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। সরকার সমর্থিত একটি নিউজ সাইটে এ খবর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংশ্লিষ্ট এসএবিকিউ ডট ওআরজি নামের ওই নিউজ সাইটে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে মোট ১৭ জন নারী নির্বাচিত হয়েছেন। নির্বাচনের চূড়ান্ত ফলের কিছু অংশ রাষ্ট্র নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশ করা হয়েছে, সেখানে নির্বাচনে চারজন নারী জয়ী হওয়ার খবর রয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলস টাইমস নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কমপক্ষে ২০ জন নারী এই নির্বাচনে জয়ী হয়েছেন।
এ নির্বাচনকে বাদশাহ শাসিত রক্ষণশীল দেশটির জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ভোটার ও প্রার্থী হওয়ার অনুমতি মিললেও সৌদি নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞাসহ আরো বহু ধরনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে জীবন কাটাতে হচ্ছে। প্রচারণা চালানোর সময় নারী প্রার্থীদের সরাসরি পুরুষ ভোটারদের ভোট চাওয়ার উপরও নিষেধাজ্ঞা ছিল। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা মোট ৬,৯১৬ জন প্রার্থীর মধ্যে ৫,৯৩৮ জন পুরুষ প্রার্থী এবং ৯৭৮ জন নারী প্রার্থী ছিলেন।
নির্বাচনে ভোট দেওয়ার জন্য এক লাখ ৩০ হাজার নারী ও ১৩ লাখ ৫০ হাজার পুরুষ নাম লিপিবদ্ধ করেছিলেন। নির্বাচনে বিপুল ভোট পড়েছে। সৌদি আরবে নির্বাচন একটি বিরল ঘটনা। শনিবারের নির্বাচনে মাত্র তৃতীয়বারের মতো দেশটির নাগরিকরা ভোট দিতে গেলেন। ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
রয়টার্স ও এলএ টাইমস।
No comments:
Post a Comment